
বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা এলাকার বায়তুল আমান জামে মসজিদের কমিটি গঠনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন মুসল্লিরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদের মুসল্লিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের জন্য ফরম বিতরণ করা হবে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর। ফরম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ সেপ্টেম্বর (সোমবার) আসরের নামাজ পর্যন্ত।
মসজিদের মুসল্লিদের সিদ্ধান্ত অনুযায়ী খতিব ও ইমামকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে মসজিদ কমিটির নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন মাওলানা আবু জাফর মাস্টার।
স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা মো. রুহুল আমিন টিপু গত মাসে কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে নিজেকে সভাপতি দাবি করে মসজিদের একটি কমিটি গঠন করেন। তবে ওই কমিটি সাধারণ মুসল্লি ও অপর দুই সম্ভাব্য প্রার্থী মো. মনির খান ও মো. নূর উদ্দিন গ্রহণ না করায় বিরোধ দেখা দেয়।
মসজিদ কমিটির সাবেক সভাপতি মো. ইউনুস তালুকদার বলেন, “একই পদে তিনজনের দাবির কারণে বিরোধ তৈরি হয়েছিল। পরে মুসল্লিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেন।”
স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগে মসজিদ কমিটি নিয়ে বিভাজন ও বিরোধের অবসান ঘটবে।