বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুছ সিকদারের ইন্তেকাল

বরগুনার বেতাগীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো: ইউনুছ সিকদার (৮৫) শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে শিক্ষিকা স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা নামাজ জুমাবাদ বেতাগী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ আছরবাদ তার গ্রামের বাড়ি নলছিটি উপজেলার সুবীদপুর ইউনিয়নে অনুষ্ঠান শেষে তাকে ঐখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আলহাজ¦ মো: ইউনুছ সিকদার বেতাগী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি লায়ন শামীম সিকদারের শ্বশুর । তার মৃত্যুতে বেতাগী প্রেসক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, সুশাসনের জন্য নাগরিক ( সুজন) সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।