
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ জিয়া উদ্দিন খান টিপু সহ অন্যান্য সদস্য ও এনটিআরসি কর্তৃক নতুন নিয়োগ প্রাপ্ত ৪জন শিক্ষককে বুধবার ( ১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ জিয়া উদ্দিন খান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন বিএনপি নেতা আমিনুল ইসলাম রতন, কবীর উদ্দিন ভূইঁয়া, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজ উদ্দিন, সমাজ সেবক মোঃ কায়সার, সাংবাদিক আতাউর রহমান বাচ্চু, শিক্ষক প্রতিনিধি মিলন আরা বেগম, অভিভাবক মোঃ সাইদুল ইসলাম, সাংবাদিক ফরিদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সভাপতি জিয়া উদ্দিন খান টিপু, অন্যান্য সদস্য ও অতিথি সাংবাদিক এনামুল হক বাবুলকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে আলোর ভুবন পাঠাগারের পক্ষ থেকে ২০জন ছাত্র/ছাত্রীকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির জন্য বই উপহার প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেনের পরিচালনায় ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল বক্তারা অত্র বিদ্যালয়ের জন্য একটি ৪তলা ভবন নির্মানের জোরদাবী জানান।