
ময়মনসিংহের নান্দাইলে একটি ক’বরে গভীর রাতে অ’গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের একটি ক’ব’রে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এসময় তিনি দেখতে পান একটি কবরের চারপাশে স্থাপিত প্লাস্টিকের বেড়ায় আগুন জ্ব’লছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে এলাকাবাসীর সহায়তায় আ’গুন নেভাতে সক্ষম হন। এসময় আ’গুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মুয়াজ্জিন আরশেদ আলী সামান্য আ’হত হন।
স্থানীয় মুজিবুর রহমান জানান, ক্বারী সিরাজুল ইসলাম বকুল মা’রা গেছেন এক বছরেরও বেশি সময় আগে। তিনি ছিলেন সৎ ও ভালো মানুষ। তার ক’বরে এভাবে আগুন লাগানো অত্যন্ত নি’ন্দনীয় ও নেক্কারজনক কাজ।
এ ঘটনায় মরহুমের ছোট ছেলে জাকারিয়া বলেন, “রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পাশের বাড়ির দাদার চিৎকারে ঘুম ভেঙে ঘর থেকে বের হয়ে দেখি দাদা আমার বাবার কবরের আ’গুন নেভাচ্ছেন। কে বা কারা কেন এমন করলো, কিছুই জানি না।”
এলাকাবাসী জানান, এ ঘটনায় তারা আত’ঙ্কিত ও ক্ষু’ব্ধ। তারা অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে নান্দাইল মডেল থানার ওসি জালাল উদ্দিন মাহমুদকে ফোন করা হলে তিনি জানান, আপনার কাছ থেকেই ঘটনাটি সম্পর্কে জানলাম। শীঘ্রই ঘটনাটি খতিয়ে দেখছি।