মো: দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া প্রতিনিধি): , আপলোডের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

তাড়াইলে প্রশংসায় ভাসছেন ৫৬৫দিনে হিফয সম্পন্ন করা হাফেজ ফুয়াদ

কিশোরগঞ্জের তাড়াইলের সর্ব মহলে, প্রশংসায় ভাসছেন ৫৬৫দিনে হিফয সম্পন্ন করা দারুল কোরআন মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মো: আসিকুল ইসলাম ফুয়াদ।

তিনি উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের বোরগাঁও অজপাড়া গ্রামের রিকশা চালক আমিরুল ইসলামের বড় ছেলে। সম্প্রতি কওমি মাদ্রাসা ভিত্তিক সর্বোচ্চ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিনে অনুষ্ঠিত হওয়া হিফজুল কোরআন পরীক্ষায় ১ম স্থান অর্জন করায় গর্বিত বাবা -মা সহ এলাকাবাসী।

দারুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদু্ল্লাহ বিশেষ কাজে ঢাকায় অবস্থান করায় তার পক্ষে কথা বলেন সহকারি শিক্ষক মাওলানা সোহাইল শাহীন।

তিনি বলেন- মো: আসিকুল ইসলাম ফুয়াদ একজন মেধাবী শিক্ষার্থী, সে সবসময় পড়াশোনায় মনোযোগী, অত্র মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ৩শ ৫০জনের অধিক কিন্তু সে অধ্যাবসায়ের ক্ষেত্রে সবার চেয়ে আলাদা।

হাফেজ আসিকুল ইসলাম ফুয়াদের পিতা মো: আমিরুল ইসলাম বলেন- রিকশা চালিয়ে আমার ছেলের পড়াশুনা খরচ চালাচ্ছি এবং এই ছেলের জন্য অর্থ-সম্পদ সবকিছু ত্যাগ করতে আমি রাজি আছি। আল্লাহ তায়া’লা যেন আমার ছেলেকে একজন আলেম হিসেবে কবুল করেন, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।