নারায়ণগঞ্জ প্রতিনিধি : , আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলা পরিদর্শন করেছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। তিনি বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে সমস্যা চিহ্নিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দলিলপত্র ও রেজিস্টার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জনগণকে দ্রুত ও সেবা-বান্ধব সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসক বন্দর থানা পরিদর্শন করেন। থানা অফিসার ইনচার্জ তাকে থানার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সেবার মান আরও উন্নত রাখার পাশাপাশি জনগণ যেন কোনো হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

পরবর্তীতে তিনি কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। ক্লাসরুম পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদানের মানও যাচাই করেন।শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। শিক্ষার উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান জেলা প্রশাসক।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি উপজেলা পরিষদ পরিদর্শন করেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে জনগণের সেবায় সর্বোচ্চ চেষ্টা ও কর্মদক্ষতা দিয়ে নিয়োজিত থাকার আহ্বান জানান।