নিজস্ব প্রতিনিধি নান্দাইল: , আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসার আলিম ক্লাসের উদ্বোধন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল ( ডিগ্রী) মাদরাসার আলিম ১ম বর্ষের অরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম।

আজ ১৫ সেপ্টেম্বর রোজ সোমবার মাদরাসার অডিটোরিয়ামে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো আব্দুর রহিম এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো মাহবুবুর রহমান ও প্রভাষক মাওলানা মো শামসুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন ১ম বর্ষের শিক্ষার্থী হাফেজ মো: আব্দুর রউফ।
উদ্বোধনের প্রাক্কালে নবাগত সকল শিক্ষার্থীদেরকে রজনী গন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।

দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম, উপাধ্যক্ষ মাওলানা মো আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক মাওলানা আকরাম হোসাইন, সহকারী অধ্যাপক কাফিয়া রাইয়ান।

সমাপনী বক্তব্য অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম বলেন, আজকের দিনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিভাগের সন্মানিত শিক্ষক মন্ডলী বিস্তারিত তুলে ধরেন। এ বিষয় গুলো যদি মনোযোগ সহকারে আয়ত্ত করতে পার তাহলে ইহকাল ও পরকালে কামিয়াবি হবে।

তিনি আরও বলেন, এখন আর স্কুল কলেজ আর মাদ্রাসা শিক্ষার মধ্যে কোন তফাৎ নেই। মাদ্রাসা থেকে পড়াশোনা করে বুয়েট মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গৌরবের সাথে অধ্যায়ন করে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে পাশে দাড়ানো সুযোগ পাচ্ছে।

এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এই এলাকার সন্তান মো: মিজানুর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। অনুষ্ঠান শেষে দেশ জাতির জন্য দোয়া করা হয়।