মাহবুবুর রহমান বাবুল কিশোরগঞ্জ থেকে : , আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

অবশেষে গাইটালের পানি নিস্কাষনের জন্য ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দিলেন ইউএনও কামরুল হাসান মারুফ

কিশোরগঞ্জ পৌরসভা বৃটিশ শাসনামলে মাঝামাঝিতে স্থাপিত হলেও পৌরবাসী অনেকাংশে দৈনন্দিন নাগরিক সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে আদৌ ছোয়া লাগেনি। ফলে সামান্য বৃষ্টিতে শহর যেন এক অথৈ সাগরে রূপ নেয়। বিশেষ করে শহরে গাইটাল উপজেলা রোডে বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছে। বিভিন্ন স্থান থেকে আসা লোকজন চাকুরী সুবাদে কিংবা সন্তানদের পড়াশোনা করার আধুনিক নাগরিক সুবিধা পেতে বাসাবাড়ি স্থাপন করে। কিন্তু পানি নিস্কাষনের ব্যবস্থা না থাকায় বছরব্যাপী জলাবদ্ধতার মধ্যে সময় অতিবাহিত করতে হচ্ছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা সংলগ্ন এলাকার পাশে রয়েছে শৌলমারা বিল। যেখানে পুরো শহরের পানি নিস্কাষনের মতো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সেই বৃটিশ আমলে স্থাপিত পৌরসভা যেন সেকেলে রয়ে গেছে। বিভিন্ন সময় সরকার আসে যায় কিন্তু নাগরিক সেবা চোখে পড়ার মতো নয়। কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে গাইটাল বেয়ে সার্কিট হাউজের রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতদ অঞ্চলের অধিবাসীদের একমাত্র রাস্তা। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অধিবাসীরা উপায়ন্তর না পেয়ে রাস্তাতেই পানি ছাড়তে হচ্ছে। ফলে রাস্তাটি অল্প দিনেই ভঙুর অবস্থাতে পরিনত হচ্ছে।

এ জলাবদ্ধতা নিরসনের জন্য উপজেলা রোডের বাসিন্দারা সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান মারুফ এর সাথে সাক্ষাৎ করে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে তিনি অফিস স্টাফ সহ সরজমিন পরিদর্শন করে দ্রুত জলাবদ্ধতা নিরসনে আস্বাস দেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো: জয়নাল আবেদীন জানান, আমরা এলাকাবাসী মিলে ইউএনও মহোদয়কে বিষয়টি নিয়ে কথা বলেছি এবং ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী তা তুলে ধরেছি। এ প্রেক্ষিতে তিনি সরজমিন পরিদর্শন করেছেন এবং আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান মারুফ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি আমার স্টাফ নিয়ে সরজমিন পরিদর্শন করে আসছি। এবং জলাবদ্ধতা যে ভয়াবহতা তা বুঝতে পেরেছি। আমি এলাকাবাসী নিয়ে খুব দ্রুততম সময়ে ড্রেনে করার ব্যবস্থা করব। আপনারা ক’টা দিন অপেক্ষা করেন। তবে আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

উল্লেখ্য তিনি যোগদানের পর থেকে সাধারণ মানুষের জন্য যেকোনো সমস্যা নিয়ে সাক্ষাতের সুযোগ করে দেন এবং বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে এর সমাধানে চেষ্টা করেন। ফলে দিন দিন সাধারণ মানুষের যাতায়াত বেড়ে চলছে।