
পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের ছোবলে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুমিত্রা রানী (৬০) নামে এক বৃদ্ধা। আশ্চর্যের বিষয়, কামড়ানো সাপটিকেও হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামে এই ঘটনা ঘটে। সুমিত্রা রানী দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।
জানা যায়, ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার হঠাৎ সাপের ছোবলে আহত হন সুমিত্রা রানী। তার চিৎকার শুনে ছেলে সুরেশ চন্দ্র রায় ছুটে আসেন এবং কি সাপ চিনতে না পারায় সাপটিকে একটি বোয়ামে বন্দি করে মাকে নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
Print [1]