
কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত খামার থেকে মোঃ মিনহাজ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত মিনহাজ উপজেলার পীরকাশিমপুর উত্তর পাড়ার আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে খাবার খেয়ে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হন মিনহাজ। এরপর রাত অবধি তিনি আর বাড়ি ফেরেননি। এশার নামাজের পরও খোঁজ না মেলায় পরিবারের মাঝে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে খোঁজাখুঁজির সময় রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের সন্দেহ হঠাৎ এভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় শোকাহত পরিবারের দাবি, মিনহাজকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। সুরতহালের সময় কপালে দুটি ছোট ক্ষতচিহ্ন পাওয়া গেলেও তা গুরুতর আঘাতের মতো মনে হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
একজন তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত মিনহাজের পরিবারও ভেঙে পড়েছে। স্থানীয়রা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।