মো: রাসেল ইসলাম, উপজেলা প্রতিনিধি দেবীগঞ্জ: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে শিশুটি দেবীগঞ্জ পৌরসভা এলাকায় তাদের বাড়ির সামনে খেলছিল। সেই সময় অভিযুক্ত কিশোর খেলনা গাড়ি ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় সে।

পরিবারের সদস্যরা শিশুটির কান্না শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।