রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষার মানোন্নয়নে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কুমিল্লার মুরাদনগরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা সদরের ঐতিহ্যবাহী মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই শিক্ষানুরাগী কাজী শাহ আরেফিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।

সহকারী শিক্ষক শরীফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, সাবেক অভিভাবক সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক ও অভিভাবক উভয়ের নিবিড় তত্ত্বাবধানেই শিক্ষার্থীদের মেধা বিকাশ সম্ভব। বক্তারা শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি কমাতে অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশপ্রেমিক ও মানবসেবায় নিয়োজিত আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।

অভিভাবক সমাবেশে একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।