রিপোর্টারের নাম , আপলোডের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

রাজধানীর পল্টন থেকে ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার রাতে কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারীর নাম কামরুন নাহার আখতারুন নাহার উলফের জহুরা। এই সময় তার কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম জানান ইয়াবা বিক্রির জন্য ওই নারীর কাকরাইল ডায়মন্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অবস্থান করছিলেন। এরপরে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে বলে জানান ওই ডিবি কর্মকর্তা।