রায়হান চৌধুরী, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মুরাদনগরে মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

“আসুন মাদককে না বলি, ইসলামিক জীবন গড়ি, মাদক, জুয়া ও অনৈসলামিক কর্মকাণ্ডের প্রতিরোধ করি”—এমন জোরালো স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন। গত ২০ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের পান্তি বাজারে পাহাড়পুর ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে চুরি, ডাকাতি, খুনসহ নানা অপরাধ বাড়ছে। একইভাবে জুয়া পরিবারে অশান্তি সৃষ্টি করছে এবং অর্থনৈতিকভাবে মানুষকে দুর্বল করে দিচ্ছে। তাই সরকার ও প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন পাহাড়পুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মুফতি কামরুজ্জামান পাহাড়পুরী। তিনি বলেন, মাদক আমাদের যুবসমাজের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব।
সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল কাদের। তিনি বলেন, শুধু আইন নয়, সামাজিক সচেতনতা ও ধর্মীয় শিক্ষার মাধ্যমেই এ অভিশাপ থেকে মুক্তি সম্ভব।

সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ক্বারী মনিরুজ্জামান পাহাড়পুরী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আহমদ ফয়েজ, সহ-সাধারণ সম্পাদক মুফতি কামরুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা নিজামুদ্দিন পাহাড়পুরী, অর্থ সম্পাদক মাওলানা সালিম উল্লাহ এবং সহকারী অর্থ সম্পাদক মাওলানা নাজমুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, যুবদল নেতা কামাল হোসেন ও বিএনপি নেতা এম এ কামাল হোসেন কামরুল। তারা বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমাজ রক্ষার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

সভা শেষে সাধারণ সম্পাদক মুফতি শামসুল হক সমাপনী বক্তব্য দেন এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। স্থানীয় ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদ সভাটি হয়ে ওঠে ঐতিহাসিক।

সবার প্রত্যাশা এই কর্মসূচি পাহাড়পুর ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনের সূচনা করবে।