আন্তর্জাতিক ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে একই পরিবারের ৭ জনসহ নিহত- ৯২ জন

যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে চলেছে। এখন পর্যন্ত প্রায় ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেনটাকি গভর্নর হ্যান্ডে বেসিয়ার বলেছেন নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।

এতে করে একই পরিবারের ৪ জন নিহতদের ঘটনা ঘটলো এবারের ঘূর্ণিঝড়ের। নিহত আনিসা ব্রাউন হলেন সেই পরিবারের সপ্তম সদস্য ।

জানা গেছে গত শুক্রবার হপকিনস কাউন্টিতে কেবল একজন নিখোঁজ ছিলেন। বেসিয়ার আর বলেছেন এটা অবিশ্বাস্য ঘটনা। খুবই খারাপ লাগার কথাও জানিয়েছিলেন তিনি।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করেছেন ১ হাজার ৩শতাধিক কর্মী। কেবল কেনটাকিতেই  তারা ৩২২ কিলোমিটার রাস্তায় পড়ে থাকা গাছ কেটে সরিয়েছেন।

অন্তত ৪০ স্থানে ঘূর্ণিঝড়ের ৯০ জনের বেশী মানুষ মারা গেছেন। সরকারি কর্মকর্তারা বলছেন কেবল কেনটাকিতেই ৪০ জন মারা গেছেন।