রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মুরাদনগরে স্কুলছাত্রী সোহাগী হত্যায় বাবাসহ দুইজনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার মুরাদনগরে সোহাগী আক্তার (১৩) নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা আল আমিন ও সৎ মা শারমিন আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে নিহতের নানা কালন মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন।

নিহত সোহাগী আক্তার উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামের আল আমিনের মেয়ে। সে কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সোহাগীর মা-বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে সোহাগী বাবার সঙ্গেই বসবাস করত। পরে আল আমিন পুনরায় বিয়ে করলে তার সংসারে যোগ দেন শারমিন আক্তার। বিয়ের পর থেকেই সৎ মা শারমিন ও বাবা আল আমিন প্রায়ই সোহাগীর ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হঠাৎ কান্নাকাটি শুরু করেন আল আমিন ও শারমিন। স্থানীয়রা এগিয়ে এলে তারা জানান, সোহাগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশকে না জানিয়ে দ্রুত লাশ দাফন করে ফেলা হয়। এতে সোহাগীর মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, এত ছোট একটি মেয়ে আত্মহত্যা করতে পারে এমনটি বিশ্বাসযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাছির মিয়া বলেন, সোহাগী আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। সে খুবই মেধাবী এবং নিয়মিত স্কুলে আসত। সহপাঠীদের কাছ থেকে শুনেছি আত্মহত্যা করেছে, কিন্তু আমরা তা বিশ্বাস করতে পারছি না। এই বয়সে একটি শিশু আত্মহত্যা করবে এটি অস্বাভাবিক।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে নিহতের নানা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।