মানিকগঞ্জ প্রতিনিধি , আপলোডের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিসিক শিল্পনগরী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দশটার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সাটুরিয়া উপজেলার ঠান্ডা মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) অসাধারণ জেলায় রাজিবপুর এলাকার লাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন ‌

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ি চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

গরিলা হাইওয়ে পুলিশের ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।