বরগুনা (জেলা) প্রতিনিধি : , আপলোডের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বরগুনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরগুনা জেলা শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ২১ শে আগস্ট বিএনপি’র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

তিন সদস্য বিশিষ্ট কমিটিতে নজরুল ইসলাম মোল্লাকে আহবায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং ফজলুল হক মাস্টারকে ১ নং যুগ্ন আহবায়ক করে কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ বরগুনা জেলা বিএনপির কমিটিতে নজরুল ইসলাম মোল্লা সভাপতি ছিলেন, তিন বছর আগে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়, দীর্ঘ প্রায় ৩ বছর পর আবারও নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক করে এ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। দীর্ঘদিন পরে হলেও এ কমিটি ঘোষণা পর বিভিন্ন উপজেলার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। করার বিএনপির রাজনীতিতে আনন্দ বইছে। এই কমিটির মাধ্যমে দলীয় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বলে ধারণা সাধারণ নেতাকর্মীদের।