
“বাংলাদেশীদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে”—এমন শিরোনামে বাংলাদেশের কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি বাংলাদেশ দূতাবাস, আবুধাবির নজরে এলে এ নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাস।
আজ (সোমবার) বিজ্ঞপ্তি দূতাবাস জানিয়েছে, উক্ত সংবাদ সম্পূর্ণ ভ্রান্ত ও ভিত্তিহীন। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বাংলাদেশিদের ভিসা বন্ধ বা নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ প্রদান করেনি।
পর্যালোচনায় দেখা গেছে, uaevisaonline.com নামের একটি ওয়েবসাইটে এ বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। ওয়েবসাইটটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা যুক্তরাজ্যের, নিবন্ধকের নম্বর যুক্তরাজ্যের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। এছাড়া দুবাইয়ের যে ঠিকানা কোম্পানিটি হেড অফিস হিসেবে দেখিয়েছে, সেটিরও কোনো অস্তিত্ব নেই বলে দূতাবাস নিশ্চিত করেছে।
দূতাবাস আরও জানায়, কোম্পানির অতীত কর্মকাণ্ড নিয়ে করা কাস্টমার রিভিউতে দেখা গেছে, অধিকাংশ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশ্যে দূতাবাস বলেছে—এহেন ভুয়া ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তথ্য বা সংবাদ প্রচার ও শেয়ারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস অনুরোধ জানিয়েছে, ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যেন বাংলাদেশি নাগরিকরা শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস বা সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।