রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মুরাদনগরে স্কুলে পরিদর্শনে ইউএনও: শিক্ষার মান বাড়াতে কড়া নির্দেশনা

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান সোমবার (২২ সেপ্টেম্বর) হঠাৎ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি উপজেলার চাপিতলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রধান শিক্ষক ও সকল শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার, ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না যাওয়ার এবং প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

ইউএনও শিক্ষার্থীর উপস্থিতি ও ঝরে পড়ার বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতি শেয়ার করার পরামর্শ দেন। বিশেষভাবে তিনি বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা বৃদ্ধিতে জোর দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউএনও এরূপ হঠাৎ পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নিয়মিত তদারকি ও শিক্ষক-শিক্ষার্থীর কর্মকাণ্ড পর্যবেক্ষণের অংশ হিসেবে চালাচ্ছেন।