জিয়াউর রহমান, নিজস্ব প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

এসডিএফ কর্তৃক মির্জাগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা

অদ্য ২৩/০৯/২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় এসডিএফ বরিশাল অঞ্চলের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. প্রশান্ত কুমার সাহা মহোদয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিএফ বরিশাল অঞ্চলের সন্মানিত আঞ্চলিক পরিচালক, জনাব মৃতুঞ্জয় সাহা মহোদয়। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ পটুয়াখালী জেলার সন্মানিত জেলা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আলী মহোদয়। উক্ত কর্মশালায় এসডিএফ পটুয়াখালী জেলার বিভিন্ন গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম উপস্থাপন করেন এসডিএফ বরিশাল অঞ্চলের সন্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মুক্তা পাশা মহোদয়। সে তার তথ্যবহুল উপস্থাপনায় কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দের কাছে গ্রাম পর্যায়ে এসডিএফ এর কার্যক্রমের স্পষ্ট প্রতিচ্ছবি তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এসডিএফ বরিশাল অঞ্চলের সন্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক (আইসিবি, ইয়ুথ এ্যান্ড এমপ্লয়মেন্ট, জিএ) জনাব মোঃ শফিকুল ইসলাম খান রাজা মহোদয়। আরও বক্তব্য রাখেন মোঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ মাসুদুর রহমান, মেডিকেল অফিসার , ডাঃ একেএম মেহেদী হাসান, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার সহ উপজেলা ও ইউনিয়নের স্বাস্থ্য সহকারীগন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন এসডিএফ পটুয়াখালী জেলার জেলা কর্মকর্তা (নির্মাণ ও পরিবেশ) মোঃ মহছিনুল ইসলাম, জেলা কর্মকর্তা (আইটি এ্যান্ড এমআইএস) জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম, ৭নং মির্জাগঞ্জ ক্লাস্টারের ক্লাস্টার কর্মকর্তা মিতালী রানী ও ৮নং সুবিদখালী ক্লাস্টারের ক্লাস্টার অফিসার জনাব মোঃ আবুল কালাম হাওলাদার, সংশ্লিষ্ঠ ক্লাস্টারদ্বয়ের সিএফ (স্বাস্থ্য ও পুষ্টি), সিএফ (নির্মাণ), ডিইও, মির্জাগঞ্জ ও সুবিদখালী ক্লাস্টার কমিউনিটি সোসাইটির নেতৃবৃন্দসহ বিভিন্ন গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যবৃন্দ।

এসডিএফ পটুয়াখালী জেলার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলী মহোদয়।

অনুষ্ঠানের সভাপতি ডাঃ প্রশান্ত কুমার সাহা তার বক্তব্যে এসডিএফ এর কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন৷ এছাড়াও গ্রাম সমিতির মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সেবা দিয়ে গর্ভবতী নারী তথা নবাগত শিশু ও মায়ের পুষ্টির নিশ্চয়তা প্রদানের পরামর্শ দেন।

পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য এসডিএফ এর কার্যক্রমের আরও একবার প্রসংশা করেন এবং এসডিএফ এর সার্বিক সফলতা কামনা করেন। এসময় তিনি এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। কর্মশালার সার্বিক সঞ্চালনা করেন ৭নং মির্জাগঞ্জ ক্লাস্টারের ক্লাস্টার কর্মকর্তা মিতালী রানী।