রিপোর্টারের নাম , আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মুরাদনগরে মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে তালের বীজ বপন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ‘মমতাজ বেগম ফাউন্ডেশন’র উদ্যোগে ২ হাজার পিছ তালের বীজ বপন করা হয়েছে। বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর গ্ৰামের সাথে সংযুক্ত বিভিন্ন গ্ৰামের প্রায় ৫ কিলোমিটার সড়কে তালের বীজ বপন করা হয়।

মমতাজ ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে প্রাথমিক পর্যায়ে পীর কাশিমপুর উত্তরপাড়া টু বলীঘর সড়ক, পীর কাশিমপুর উত্তর পাড়া – বাঐখার টু হরের পাড় সড়ক, পীর কাশিমপুর উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা থেকে হরেরপাড় সড়ক এবং পীর কাশিমপুর মধ্যপাড়া কাচারি সড়কের দুই ধারে এই বীজগুলো বপণ করা হয়েছে।

মমতাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব এস.এম সাহিদুল হোসেন জানিয়েছেন, বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে ও নিরাপদ রাখতে এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের বাড়ি, জমি এবং রাস্তার পাশে এই বীজগুলো বপন করা হয়েছে তাঁদের কাছে বিনীত অনুরোধ আপনারা নিজ দায়িত্বে এগুলোর পরিচর্যা করে সামজিক উন্নয়নে ভুমিকা রাখবেন। ভবিষ্যতে যার যার বাড়ি এবং জমির সামনের গাছের ফল স্ব স্ব ব্যাক্তি ও পরিবারে ভোগ করবেন।