মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ , আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রিন্স কাচ্চি ডাইন-কে লাইসেন্স না থাকার কারণে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪ অনুযায়ী ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি মিষ্টির দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্যাকেটের ওজন কম/বেশি দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, জননী এয়ারন ট্রাভেলস লাইসেন্স ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনা ও সেবার মূল্য তালিকা না রাখার অপরাধে ২০,০০০ টাকা জরিমানা গুণতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।