
বরগুনার আমতলীতে ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রুহুল আমিন গাজী ও তার লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক জলিল খাঁন মঙ্গলবার অভিযোগ করেন, সোমবার গভীর রাতে আমতলী উপজেলার গোজখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোজখালী গ্রামের দরিদ্র কৃষক জলিল খাঁন প্রায় ২৫ দিন আগে এক একর জমিতে আমন ধানের চারা রোপণ করেন। এর পর থেকেই স্থানীয় প্রভাবশালী আতাহার গাজীর ছেলে রুহুল আমিন তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোমবার রাতে রুহুল আমিন, জালাল ঘরামীসহ ১৫–২০ জন লোক মিলে জলিল খাঁনের জমির সমুদয় ধানের চারা তুলে কাদায় পুঁতে রাখে বলে অভিযোগ করেন তিনি।
জলিল খাঁন বলেন, গত বছরও একই কায়দায় তারা আমার জমির ধানের চারা নষ্ট করে দেয়। তখন স্থানীয়রা শালিস বৈঠকে ২০ হাজার টাকা জরিমানা করলেও তা এখনো দেয়নি। ভয়ে আমি টানা ২০ দিন ধরে জমি পাহারা দিয়েছি। কিন্তু অসুস্থ থাকায় সোমবার রাতে পাহারা দিতে পারিনি। সেই সুযোগে তারা জমির সব চারা তুলে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত বছরও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল।
তবে অভিযুক্ত রুহুল আমিন গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জলিল খাঁনের জমির চারা তুলিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।