নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

লাগামহীন নিত্যপণ্যের দাম, স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। মাছ, মাংস, ডিম, ডালসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে এখন নাগালের বাইরে চলে গেছে। আয়-ব্যয়ের হিসাব মিলছে না, ব্যয় কাটছাঁট করেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।

নিম্ন আয়ের মানুষের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন। গত দুই মাসে দেশি পিঁয়াজ, ডাল, ডিম, মাছ ও সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকেই।

টিসিবির বাজারদর পর্যালোচনায় দেখা যায়, দেশি পিঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৩৫-১৪৫ টাকা, দেশি মসুর ডাল কেজিপ্রতি ১৬০-১৮০, করলা ১০০-১২০, ঢেঁড়স ও পটোল ৮০-১০০, বরবটি ১০০-১২০, শসা ৮০, ঝিঙা ৮০-১০০, ধুন্দল ৯০-১০০, চিচিঙা ৮০, নতুন শিম ২২০-২৪০ ও কাঁচামরিচ ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে সস্তা সবজি হিসেবে পাওয়া যাচ্ছে পেঁপে, যার দামও ৩৫-৪০ টাকা কেজি। আলুর দাম কেজিপ্রতি ২৫-৩০ টাকা।

মতিঝিল এজিবি কলোনী সংলগ্ন কাঁচাবাজারে দেখা যায়, বৃষ্টিস্নাত সকালে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম হলেও বাজারে পণ্যের দামে আগুন।

বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সমস্যার কারণে পণ্য আনতে খরচ বেড়েছে। তাই আগের দামে বিক্রি সম্ভব হচ্ছে না।

অসহায় ক্রেতারা বলছেন, প্রায় প্রতি সপ্তাহেই কোন না কোন নিত্যপণ্যের দাম বাড়ছে। তারা বলছেন, এটা যেন এখন একরকম নিয়তি হয়ে গেছে।

গুণে-মানে ভালো দাবি করে গরুর মাংস ৫০ টাকা বাড়িয়ে কেজিপ্রতি ৮০০ টাকায় বিক্রি করছেন অনেক বিক্রেতা। তবে বাড়তি দাম নেওয়ার যুক্তি থাকলেও ক্রেতাদের হতাশা কমছে না।

একজন ক্রেতা বলেন, সবজির দাম তো আগেই বেশি ছিল। এখন আটা, ডাল আর পেঁয়াজও হাতের বাইরে চলে যাচ্ছে। সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে।

তবে নতুন করে এখনও চালের দামে কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা।

আজকের বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতিকেজি ১০০ টাকা, শসা প্রতিকেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতিকেজি ৮০ টাকা, করলা প্রতিকেজি ১০০ টাকা, মুলা প্রতিকেজি ৮০ টাকা, ধুন্দল প্রতিকেজি ৮০ টাকা, ঝিঙা প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিকেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো প্রতিকেজি ১৩০ টাকা, বরবটি প্রতিকেজি ১০০ টাকা, লাউ প্রতিপিস ৭০ টাকা, পেঁপে প্রতিকেজি ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতিপিস ৬০ টাকা, গাজর প্রতিপিস ১৩০ টাকা, কাঁচা কলা প্রতিহালি ৪০ টাকা, লেবু প্রতিহালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতিকেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহ পর্যন্ত যে মানের ডিম ১৪০ টাকা ডজন ছিল, তা গতকাল ১৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে তুলনামূলক ছোট ডিম ডজন ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, যা গত এক মাস আগেও ছিল ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। দেশি মুরগির দাম ৫০০ থেকে ৫৫০ টাকার নিচে নেই। জনপ্রিয় মাছ যেমন রুই, কাতলা, তেলাপিয়া ও চিংড়ির দামও বেড়েছে কেজিপ্রতি ৪০-৫০ টাকা পর্যন্ত।