বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বরগুনার বেতাগীতে দ্বিতীয় দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন অব্যাহত। অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শিক্ষক সমাজ ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে সমাবেশে মিলিত হয়।

বেতাগী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামাতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন মুন্না, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সেলিম আহমদ, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু, বাংলাদেশ ভেকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন খান ও মোকামিয়া আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক সাইফুল ইসলাম ফুয়াদসহ অনেকে।