আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’২৫ পরবর্তী মতবিনিময় সভা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’২৫ উদ্বোধন শেষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) ১২ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব।
তিনি বলেন- টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’২৫ ইং এর মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যে তাড়াইল উপজেলায় মোট ৫৬হাজার ১৫০জন শিশুকে উক্ত টিকা প্রদান করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শুভ

এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।