
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল (বিএনজিপি)-এর পটুয়াখালী জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় (৭৬/এইচ, ৩য় তলা, নয়াপল্টন, ঢাকা-১০০০) থেকে প্রকাশিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি হাবিব আহমেদ আশিক এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট শওকত উল্লাহ চৌধুরী।
নবগঠিত কমিটিতে আকাশ মাহমুদ সভাপতি এবং মোঃ সুবাহান হাওলাদার সুজন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মুহাম্মদ জহিরুল ইসলাম (সাংবাদিক), সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনির খান, মোঃ ফিরোজ আলম মিলন, ও মোঃ নুর ইসলাম মোল্লা।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল তালুকদার, মোঃ সাকিল খান, ও মোঃ আজমির হোসেন আকন।
সাংগঠনিক সম্পাদক আতিকা ইসলাম ডলি, সহ-সাংগঠনিক সম্পাদক সুরাইয়া শারমিন ও সাদিয়া আফরোজ।
দপ্তর সম্পাদক সোনিয়া আফরোজ, সহ-দপ্তর সম্পাদক লিমা বেগম ও সাকিবা ইসলাম।
প্রচার সম্পাদক মোছাঃ নিলুফা, সহ-প্রচার সম্পাদক জান্নাতুল শেফা ও শাহিনুর বেগম।
কোষাধ্যক্ষ কুলসুম আক্তার, সহ-কোষাধ্যক্ষ কেয়া আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন ফকির, সহ-ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কে এম সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা পলি বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা নুপুর বেগম ও আফরোজা বেগম।
এছাড়া কৃষি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কামরুজ্জামান, ত্রাণ বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক রহিমা মনি, সহ-সাংস্কৃতিক সম্পাদক আয়শা আক্তার।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন, মোঃ কাওছার, জাহাঙ্গীর হোসেন, নিজাম গাজী, মোঃ মাসুদ, মোঃ ইউসুফ হাওলাদার, মোঃ আল আমিন হাওলাদার, শিশির মিত্র (সমীর), দুলাল হাওলাদার, মোঃ শাহজালাল, মোঃ আরিফ হোসেন, মোঃ রিপন মাঝী, আনেচ গাজী, হাসিনা বেগম, জেসমিন আক্তার, সুরাইয়া নাসরিন, মোছাঃ নাদিয়া আখতার নাহিদা, ইয়াসমিন আক্তার, নওরিন জাহান তানজিলা ও মোঃ হেলাল উদ্দিন।
কেন্দ্রীয় সভাপতি হাবিব আহমেদ আশিক বলেন, এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে পটুয়াখালী জেলা সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। আমাদের লক্ষ্য হচ্ছে ঐক্য, প্রগতি ও জাতীয়তাবাদী চেতনার পুনর্জাগরণ।