
বাগেরহাটের মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়ার। রবিবার সকালে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পরবর্তীতে তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে নিজ বাড়ি, মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে আনা হয়। আসরের নামাজ শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে দাফন করা হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, মোরেলগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় থানা মুক্তিযোদ্ধা সংসদ কমিটির সভাপতি মো. শাহ আলম বাবুল, সদস্য সচিব তৈয়বুর রহমান, মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার মোহাম্মদ আয়নাল হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে সহযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়া মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।