মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): , আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, দুই ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসি ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা।

অভিযানে তপাদার মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৩৭ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় ফাহাদ মেডিকেল হল-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর পরিচ্ছন্নতা ও পরিবেশ পরিদর্শন করে ব্যবসায়ীদের সচেতনতামূলক বার্তা প্রদান করেন অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তা।

অভিযান শেষে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংক্রান্ত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিতে বাজারে অনিয়ম রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।