
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও যুব সমাজের উদ্যোগে এলাকায় জুয়া, মাদক, চুরি ও নানা ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০অক্টোবর) সন্ধ্যা ৭টায় বোরগাঁও চৌরাস্তা বাজারে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ছাইদুজ্জামান মোস্তফা, তাড়াইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ হাবিবুর রহমান, তাড়াইল থানার সেকেন্ড অফিসার মোঃ লুৎফর রহমান এবং জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শায়খুল হাদীস মুফতি মুসলেহ উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ার হোসেন আঞ্জু।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তারা আরও বলেন- যুব সমাজ যদি সচেতন হয় তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব।
সমাবেশে বক্তারা প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান।