
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় “নিরাপদ সড়ক চাই” (নিসচা) নান্দাইল উপজেলা শাখার আয়োজনে নান্দাইল চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি চৌরাস্তা চত্ত্বরে প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় এক পথসভায় সভাপতিত্ব করেন নিসচার নান্দাইল শাখার সভাপতি আসাদুজ্জামান খান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা নান্দাইল শাখার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল হাইওয়ে থানার এটি এসআই মতিউর রহমান, নিসচার সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, সহ-সভাপতি খন্দকার সুফি আব্দুল্লাহ, তাইফুর রহমান তাপস, শাফায়েত হোসেন, মাসুদ খান ও সানি আহমেদ রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সকলকেই সচেতন হতে হবে। সড়ক নিরাপত্তা শুধু সরকারের নয়, বরং জনগণেরও দায়িত্ব। তারা নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানান।
এসময় নিসচা নান্দাইল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, চালক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।