নোয়াখালী প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

নোয়াখালীতে নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কামাল উদ্দিনকে কারণ দর্শাানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জুলকার নাঈম ১৭ ডিসেম্বর এ কারণ দর্শানোর নোটিশ দেন।
কারণ দর্শাণোর নোটিশে উল্লেখ করা হয়, আগামি ২৬ ডিসেম্বর নোয়াখালী জেলাধীন সদর উপজেলার ৯টি ্ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. কামাল উদ্দিন, প্রতীক- নৌকা, আপনার প্রচারণায় শোডাউনসহ মিছিল করেছেন বলে রিটার্নিং অফিসারের নজরে আসে, যা ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ১১ (২) এর সুষ্পস্ট লঙ্ঘন।

নোটিশে ‘আচরণবিধি ভঙ্গের দায়ে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামি ২৪ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

এ বিষয়ে চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. কামাল উদ্দিন শনিবার সন্ধ্যায় ৬টা ২৪মিনিটে বলেন, একটু আগে আমি নোটিশটি পেয়েছি। আগামি কাল এ বিষয়ে জবাব দেবো।