জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

তাড়াইলে সেবার অঙ্গীকারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির প্রেরণায় “সেবার অঙ্গীকার” শীর্ষক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই উদ্যোগের নেতৃত্ব দেন ডাঃ এরশাদ আহসান সোহেল, এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এম এস (ইউরোলজি)গ্রীনউইচ ইউনিভার্সিটি, ইংল্যান্ড।

ইউরোলজি বিশেষজ্ঞ, নেফ্রোলজি বিশেষজ্ঞ, সহকারী রেজিস্ট্রার, (ইউরোলজি বিভাগ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও সহকারি প্রক্টর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল।

শনিবার (২৫অক্টোবর) বেলা ১১টায় উপজেলার দিগদাইড় ইউনিয়ন মডেল হাই স্কুলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের ডা. আদনান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: উসুফ আলী।

এছাড়াও সহযোগী চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা: কালাম, ডা: মেহজাবিন চৌধুরী, ডা: মোস্তাকীম আহম্মেদ ও ডা: মোঃ শান্ত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম, দিগদাইড় মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “সেবা মানুষের মৌলিক অধিকার, এবং এধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”

দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।