মোরেলগঞ্জ (বাগেরহাট): , আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোরেলগঞ্জে ‘ফিউচার ন্যাশন’ টিমের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

তৃণমূল পর্যায়ের যুবসমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘Future Nation Team’।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই টিমের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে UNDP, BIDA এবং Grameenphone-এর সহযোগিতায়, কলেজ কর্তৃপক্ষের আয়োজনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছবীর আহমদ আখন্দ, সাবেক শিক্ষক মোঃ আব্দুল গফফার হাওলাদার, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ নেছার উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, বাংলা বিভাগের শিক্ষক প্রবীর কুমার দেবনাথ, সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, মোঃ এমদাদুল হাওলাদার, মোঃ আবুল কালাম ফকির, জাকির হোসেন রিয়াজ, শাজাহান হাওলাদার, বেদান্ত হালদার, ও বখতিয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক এবং ফিউচার ন্যাশন টিমের প্রধান গাইড এইচ. এম. জসিম উদ্দিন।

অনুষ্ঠানের এক পর্যায়ে কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফিউচার ন্যাশন টিমের পাঁচজন কলেজ অ্যাম্বাসেডরের হাতে পরিচয়পত্র ও টি-শার্ট তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, “Future Nation” উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, উদ্যোক্তা প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক প্রজেক্টে অংশ নিয়ে নিজেদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে পারবে।