২৬ শে অক্টোবর রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের মিরপুরের প্রধান কার্যালয়ে কেক কেটে, গান, নৃত্য, আবৃত্তিসহ নানা জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান ও জেনারেল বোর্ড সদস্য এ্যাড. বার্ণাড তমাল মন্ডলের প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাইবেল পাঠ ও প্রচার করেন এক্সিকিউটিভ বোর্ডের ভাইস চেয়ারম্যান রাইট রেভা. বিশপ হেমেন হালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান রেভা. বায়রন পি. বণিক, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এক্সিকিউটিভ বোর্ডের সদস্য স্বাত্বনা মমতাজ, ট্রেজারার বোর্ড সদস্য মমতা অধিকারী, বোর্ড সদস্য রোজলিন এ. সরদার, স্বপন হালদার ও লাভলী মানসী ড্যাজেল।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হীড বাংলাদেশে এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন সহকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, একক প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সম্মিলিত প্রচেষ্টায় সকলে মিলে প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের এই ৫১ বছরের অর্জন আমাদের সকলের। আসুন আমরা আমাদের স্লোগান ‘আর্তমানবতার সেবায় হীড বাংলাদেশ’ ধারণ করে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করে এগিয়ে যাই।
এ ছাড়াও অনুষ্ঠানে হীড ইন্টারন্যাশনাল স্কুল, প্রধান কর্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও সারা বাংলাদেশের ৩২ জেলার ১৯টি আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে যুক্ত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও কেক কেটে দিনটি উদযাপন করেন।
