মোরেলগঞ্জ (বাগেরহাট): , আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মোরেলগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ঐক্য আর উদ্দীপনায় মুখর পুরো শহর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার (২৭ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পুরাতন মাঠে সমাবেশে রূপ নেয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি পুরো শহরজুড়ে এক উৎসবের আমেজ সৃষ্টি করে।

র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ। উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, এবং উপজেলা–পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি–সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

সভায় বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান দুঃসময়ে তরুণদের সংগঠিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে আরও অগ্রণী ভূমিকা নিতে হবে।”

শেষাংশে বক্তারা সংগঠনের ঐক্য বজায় রেখে দলীয় নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।