মো: দিলোয়ার হোসেন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

তাড়াইলে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থীর ব্যাপক গণসংযোগ

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

শনিবার (১নভেম্বর) বিকেল ৪টায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।”