মাহবুবুর রহমান বাবুল নিজস্ব প্রতিনিধি নান্দাইল: , আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন পেলেন বিশিষ্ট রাজনীতিক ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ জাতীয়বাদী দল ( বিএনপি) থেকে নান্দাইল সংসদীয় আসন -৯ মনোনয়ন পেলেন।

তিনি বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইলের চৌধুরী পরিবারের অন্যতম কর্নধার। যে বাড়ি থেকে বিএনপি রাজনীতি বৃহত্তর ময়মনসিংহের রাজনীতি পরিচালিত ও নিয়ন্ত্রণ হত। তারঁ পিতা মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন এবং একজন সজ্জন ভদ্র মানুষ হিসাবে যথেষ্ট সুনাম রয়েছেন। যিনি ১৯৯১ ইং সনে নান্দাইল আসন থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং উনার ছোট ভাই খুররম খান চৌধুরী পার্শ্ববর্তী ঈশ্বর গঞ্জ উপজেলা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

চৌধুরী পরিবারের এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় মুখ হিসাবে ইয়াসের খান চৌধুরী নান্দাইলের তের ইউনিয়ন ও পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনরাত প্রতিটি এলাকায় চষে বেড়িয়েছেন এবং বিভিন্ন শ্রেণির লোকজনের সাথে মত বিনিময় করে চলেছেন। তিনি এক সময় বিবিসি লন্ডনে আইটি বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনে অবস্থান কালে বাংলাদেশের বিএনপির রাজনীতির সাথে অক্টোপাসের মতো লেগে থেকে আজকে মনোনয়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

তিনি বিগত সতের বছর বিরোধী শিবিরের রাজনীতি মোকাবিলায় নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতা করেছেন। বর্তমানে এই তরুণ রাজনীতিক সাবলীল আচরনের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। এ প্রজ্ঞাবান রাজনীতিক আগামী দিনে এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে সাধারণ মানুষের ধারণা এবং ময়মনসিংহ বিভাগের একজন প্রভাবশালী মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন এমন্টাই প্রত্যাশা করছেন সুধী সমাজ।