মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

অসুস্থ সাবেক মেয়রের পাশে মানবিক নেতা: হাসপাতালে সাক্ষাৎ করলেন আব্দুল্লাহ আল নাহিয়ান

৬ নভেম্বর বিকেলে কারাগারে অসুস্থ পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের শারীরিক খোঁজখবর নিলেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান

৬ নভেম্বর বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান। সাক্ষাতের সময় তিনি সাবেক মেয়রের শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন এবং উপস্থিত চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।

মহিউদ্দিন আহমেদ ৩০ অক্টোবর গভীর রাতে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে।

আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, মহিউদ্দিন আহমেদ শুধুমাত্র একজন সাবেক মেয়র ছিলেন না, তিনি পটুয়াখালীর উন্নয়নের এক অনন্য নেতাও ছিলেন। তার অসুস্থতার খবর শুনে আমি গভীরভাবে ব্যথিত। মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমার জন্য এটি মানবিক দায়িত্ব।

সাবেক মেয়রের সময়ে পৌর এলাকার অবকাঠামো, রাস্তা, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন আসে। তার অসুস্থতা সত্ত্বেও আব্দুল্লাহ আল নাহিয়ানের মানবিক সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।

আব্দুল্লাহ আল নাহিয়ান পটুয়াখালীর তরুণ এবং জনপ্রিয় নেতা। একসময় তিনি জেলা ও বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলের তথ্য অনুযায়ী, তিনি আগামী পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হতে পারেন।