মাহবুবুর রহমান বাবুল , আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

একজন সজ্জন কলম সৈনিকের প্রস্থান ও কিছু কথা !

” কৃতি মানে মৃত্যু নেই ” এই উক্তির ব্যাপ্তি অনেক । যা মানুষের কর্মকে যুগে যুগে মানুষের মাঝে জ্বলজ্বল করতে সহায়তা করে। এবং পরবর্তী প্রজন্মের নিকট অমিয় পাথেয় হিসাবে কাজ করে। সাংবাদিক শাহ আলম ভুইয়া। একজন সিনিয়র সজ্জন সাংবাদিক হিসাবে এই বয়সে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তিনি নান্দাইল উপজেলা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। যার ক্ষুরধার লেখনীতে উঠে আসত সমাজের নানা অসংগতি। সমাজ থেকে অনাচার অবিচার দূরীকরণে চলত নির্বিক সংবাদ। যে সংবাদে নান্দাইলের অবহেলিত জনপদের অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে আশার সঞ্চার জাগাতো। তার বিভিন্ন যুগোপযোগী প্রতিবেদন মানুষকে পথ দেখাত এবং নানা অসংগতি দূর করতো।

আজকে এই মফস্বলে বেড়ে উঠা প্রথিতযশা কলম সৈনিক শুক্রবার ভোরে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে স্ত্রী, এক কন্যা সন্তান মা বাবা বোন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জীবদ্দশায় এই কর্মবীর কলম সৈনিক ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের সদস্য ও পরবর্তীতে প্রেসক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একবার চলে গেলে কেহ এই ধরাধামে আর ফিরে আসেনা। কিন্তু রেখে যাওয়া মানবের মাঝে অজস্র স্মৃতি ও প্রীতি গুলো নানা ভাবে আন্দোলিত করে এবং ভীষণ ভাবে ভাবিয়ে তোলে।

মফস্বল সাংবাদিকতায় রয়েছে নানা ঝুঁকি। কিন্তু এই কর্মবীর কলম সৈনিক রক্ত চক্ষুকে কখনো সত্য ও বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন থেকে দমাতে পারেনি। অর্থের মোহে কখনো নিজের অর্জন বিসর্জন দিতে দেখিনি। এ সিনিয়র সাংবাদিক শাহ আলম ভুইয়া তার মেধা ও প্রতিভার মাধ্যমে গড়ে তোলেন সাংবাদিকতার নিজস্ব বলয়। যা তাকে স্বাতন্ত্র্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। সিনিয়রদের প্রতি অগাধ সন্মান আর ভালোবাসায় ভরপুর আর ছোটদের প্রতি ছিল স্নেহের অমিয় বন্ধন। যে গুনাবলী তাকে অনন্য মাত্রা নিয়ে যায় । একজন নির্ভীক সাংবাদিক হিসাবে তার এই কর্ম বহুল জীবনে অংগুলি দিয়ে দেখিয়ে দেন যে মেধা শ্রমের আর নির্মোহ ব্যক্তিত্বের অধিকারী হলে অন্যায় অবিচার কখনো পরাস্ত করতে পারেনি বরং তারা পরাস্ত হতে বাধ্য।

এই সজ্জন ভাবনার মানুষটির জানাযার নামাজ আছর বাদ নিজ জন্মভূমিতে অনুষ্ঠিত হবে। যাপিত সময়ে সময় দীর্ঘ দিন বিভিন্ন পীড়ায় ভুগছিলেন। মহান আল্লাহ তায়ালা এই উছিলায় তার পরকালীন জীবন অত্যন্ত সুখ ও মধুময় হউক এ কামনায়। আজকে এই গুনী কৃতিমান মানুষটির প্রয়াণে ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব পরিবার ও নান্দাইল সাংবাদিক সমাজ শোকাহত। রেখে যাওয়া স্ত্রী সন্তান পিতা মাতাকে এই শোক সইবার ক্ষমতা দাও রাব্বুল আলামিন।