বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সেলিমগড় চিংড়াখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ৬নং চিংড়াখালী ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুইজন অবসরপ্রাপ্ত সচিবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব (অব.) ড. মোহাম্মদ মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব (অব.) ড. মোঃ ফরিদুল ইসলাম।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিমগড় চিংড়াখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি ও সেলিমাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম হাওলাদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমির মোঃ নাজমুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবাহান, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, এলাকার গর্ব দুইজন সচিব মহোদয়ের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।