জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি): , আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মির্জাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নেতাকর্মীদের ঢল

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে নেতা কর্মী সমর্থকদের ঢল নামে।

শুক্রবার ( ৭ নভেম্বর) বিকাল ৪ টায় কোর্ট এলাকা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য র‍্যালী বের করেন।

র‍্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু প্রমুখ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী এবং দিবসটির বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি তার বক্তব্যে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অন্তরে ধারণ করে দলের সমস্ত নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আন্তরিকতার সাথে কার্যক্রম চালিয়ে যাওয়ার উদাত্ত আহবান জানান।