জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি): , আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

তারেক রহমান আমাদের চেয়েও বেশি দূরদর্শী – মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান , সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং ত্র্যায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, তারেক রহমান আমাদের চেয়ে বেশি দূরদর্শী, উনি বলেছেন (তারেক রহমান) আগামী নির্বাচন যত সহজ মনে করতেছেন তত সহজ নয়, কেন সহজ নয়, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে নির্বাচন করতেও দিবে না, ভারত যদি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে না পারে তারা কিন্তু আপনাদেরকে ভোট দেবে না. ইদানিং ঢাকাতে আগুনগুলো লাগতাছে এটা কি আপনারা কাকতালীয় মনে করেন, এটা একটা নীল নকশা।
তিনি আরো বলেন, ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমান বলেছেন অনেক ভোট আছে বলে আপনারা গা ছেড়ে দিবেন না, আপনাদের মাঠে থাকতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. শাহজাহান রাঢ়ীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব রাসেল মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম শিকদার, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, পটুয়াখালী জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এডভোকেট মহাসিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, বিএনপি’র সদস্য শাহাবুদ্দিন খান প্রমুখ।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, তারা আমাদের সমাজের প্রত্যেকটি পরতে পরতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এজেন্ট ডুকিয়ে দিয়েছে। ‘র’কিন্তু দূরদর্শী পরিকল্পনা করেছে এবং আমাদের কোমলমতি সন্তানদের ‘রথ-এর এজেন্ট হিসেবে রিক্রুট করার চেষ্টা করছে। আমাদের সন্তানরা যাতে তাদের পাতানো ফাঁদে পা না দেয় সেজন্য সকল অভিভাবককে সজাগ থাকতে হবে।
জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ অসংখ্য নেতাকর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।