মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী): , আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

মির্জাগঞ্জে জামায়াত ইসলামী যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী যুব বিভাগের সভাপতি শহিদুল ইসলাম আলমাসের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাজমুল আহসান পটুয়াখালী জেলা জামায়াত ইসলামীর আমীর ও নমিনি পটুয়াখালী ১ আসন।

এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি পটুয়াখালী জেলা জামায়াত ইসলামী,মাওলানা সিরাজুল হক মির্জাগঞ্জ উপজেলা আমীর,শাহজাহান মৃধা, সেক্রেটারি মিজাগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা সহকারি যুব বিভাগ জামায়াত ইসলামী।