ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নাসিরনগরে ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে অনুষ্ঠিত হলো গোয়ালনগর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ।

রবিবার বিকেলে মাছমা ক্রিকেট মাঠে তরুণ উদ্যোক্তা ও ক্রীড়ানুরাগী গোলাম কিবরিয়ার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সাত দলের মধ্য থেকে সেরা দুই দল মাছমা স্টার ইলেভেন ও গোয়ালনগর স্কুলপাড়া একাদশ মুখোমুখি হয়। হাজারো দর্শকের উপস্থিতি, বাদ্য-বাজনা ও করতালিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রমাণ চিত্র পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এবং মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন। প্রথমে ব্যাট করতে নেমে গোয়ালনগর স্কুলপাড়া একাদশ নির্ধারিত ওভারে ১৫৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় প্রতিপক্ষ মাছমা স্টার ইলেভেনকে। জবাবে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাছমা স্টার ইলেভেন, ফলে স্বাগতিক দলটি ২ উইকেটের জয় নিয়ে শিরোপা জিতে নেয়। প্রধান অতিথির বক্তব্যে লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। আয়োজক গোলাম কিবরিয়া বলেন, গোয়ালনগরের তরুণদের মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।