কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তাড়াইল উপজেলার সাচাইল ইউনিয়নের ৪নং (দশদ্রোন) ওয়ার্ডে এক পথসভায় বক্তব্য রাখেন।
সভায় তিনি বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ইসলামি মূল্যবোধে পরিচালিত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে সৎ ও আদর্শ নেতৃত্বের বিকল্প নেই। জনগণ যদি সুযোগ দেয়, আমি ইনশাআল্লাহ তাড়াইল-করিমগঞ্জকে শান্তি, উন্নয়ন ও ন্যায়নীতির একটি মডেল অঞ্চলে পরিণত করব।”
এসময় স্থানীয় দলীয় নেতাকর্মী, তরুণ ভোটার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আলমগীর হোসাইন তালুকদারের পক্ষে সমর্থন জানান এবং হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
পথসভা শেষে প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হয়।
Print [1]