আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে শাপলাকলি প্রতীকে নির্বাচন করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোঃ ইকরাম হোসাইন।
তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়কারী ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর মোঃ ইকরাম হোসাইন বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তাড়াইল-করিমগঞ্জের মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইকরাম হোসাইনের এই অংশগ্রহণকে নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।