ময়মনসিংহের নান্দাইল উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৯ নান্দাইল নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পুরো পুরি অনুকূলে। সারাদেশের দেশের ন্যায় নান্দাইলেও ধানের শীষে ভোট দিতে মানুষ অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে নীরব ভোট বিল্পবের মাধ্যমে বিএনপির দুর্গ নান্দাইলের মানুষ ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।
১১ই নভেম্বর মঙ্গলবার বিকেল জামতলা বাজার, মুশুলী চৌরাস্তা ভায়া নান্দাইল সদর হয়ে এক গনমিছিল শেষে কানুরামপুর বাজারে ভ্রাম্যমাণ ট্রাকে স্থাপন করা অস্থায়ী মঞ্চে প্রধান অতিথি বক্তব্য এ কথা বলেন।
মনোনয়ন প্রাপ্ত ইয়াসের খান চৌধুরী বলেন, আমার বাবা মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী, চাচা খুররম খান চৌধুরী নান্দাইলের জনগণকে সাথে নিয়ে সুদীর্ঘ কাল রাজনীতি করেছেন এবং প্রিয় নান্দাইলবাসী সংসদ সদস্য বানিয়েছেন। আমরা পুর্ব পুরুষরা বিএনপি প্রতিষ্টা সাথে জড়িত রয়েছেন। আমি সেই পরিবারের সন্তান। আমি এরই ধারাবাহিকতায় বিএনপি থেকে মনোনয়ন নিয়ে আপনাদের পাশে এসেছি আগামী দিনে আপনাদের সাথে কাজ করার প্রত্যাশায়।
ইয়সের খান চৌধুরী মনোনয়ন প্রাপ্তির পর থেকে সবত্র ধানের শীষের আওয়াজ অত্যন্ত সরব। তিনি নান্দাইলকে দুর্নীতি মুক্ত করতে এবং আধুনিক নান্দাইল গঠনে বদ্ধপরিকর। তিনি বলেন, এই নান্দাইল জনপদে উন্নয়নের ক্ষেত্রে আমাদের পরিবারের অবদান অনস্বীকার্য। আমার পিতার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করাই হবে অংগীকার। তিনি আরও বলেন নান্দাইল হবে প্রযুক্তি নির্ভর শিক্ষা। যার মাধ্যমে আগামী প্রজন্ম কারিগরি শিক্ষা অত্যন্ত স্মার্ট হবে এবং দক্ষ জনশক্তিতে পরিনত হবে। এসময় বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।