আমতলী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আমতলীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে সক্রিয়

বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তারা উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অবস্থান করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সংগঠনটির অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা রাজনৈতিক বৈঠক, প্রচারমাধ্যমে মন্তব্য এবং দিকনির্দেশনামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

এদের মধ্যে রয়েছেন—আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল খান, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম শুভ, সহ-সভাপতি সালাম হাওলাদার আসলাম; আমতলী পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মাঝি, সহ-সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তিঠু, দপ্তর সম্পাদক এনায়েত মোল্লা, সদস্য হাচান ও মহাসিন গাজী; আমতলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আতিক; পৌর ছাত্রলীগ সভাপতি জুয়েল গাজী, সদস্য রাহাত গাজী; উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান, রাকিব, মিজান, সদস্য রায়হান গাজী, শাকিব হাওলাদার, ফিরোজ গাজী; উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নয়ন, দপ্তর সম্পাদক মেহেদি, এবং চাওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল গাজী।

তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সভা ও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে মতামত দিচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন করার একটি পরিকল্পনা নিয়ে অনলাইনে আলোচনা চলছে। এতে নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য সক্রিয়ভাবে যুক্ত আছেন বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।

প্রশাসনের একাধিক সূত্র জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের এ ধরনের প্রকাশ্য তৎপরতায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা আবার প্রকাশ্যে সক্রিয় হয়ে উঠেছে। এতে আমরা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো অবৈধ কর্মকাণ্ড আইনের আওতায় আনা হবে।